রেলিং ধরে গড়িয়ে পড়ে হেমান্ন
এটা জুলাই মাস,
বৃষ্টি এলে গাছের পাতা সবুজ আরো
কান্না ভেজা নরম দূর্বা ঘাস..
মনের ভিতর আষাঢ় নামে যদি,
প্লাবন এসে ঘটায় মহামারী,
ছিড়ছে নাড়ী নোনা জলের তোড়ে
হৃদয় হতে হৃদয় ছাড়াছাড়ি।।
দুহাত দূরে লাল কুয়াশা ঘেরা,
কুয়াশা নয়,রক্ত ঝরা চোখ-
অন্ধকারে ঢাকা মনের কোন,
আঁচড় কাটে মরচে পড়া নখ।
হেমান্ন আজ অনেক দুরের শব,
শবের মাঝে প্রাণ বাকি তিরতির,
মাংসে গড়া শরীর হলে মাটি
ফানুস এসে স্বপ্নে করে ভিড়।।
0 Comments.