ঠিক কী ভাবে রেখে দেবো তোকে?
প্রেমে,অপ্রেমে,ঘৃণায়,লোভে?
অহং-এ অথবা অস্তিত্বে?
রাখতে চাইলেই মিলিয়ে যায় নামগুলো...বাঁধতে গেলেই গিঁট পড়ে গাঁটের মতো!!
তাই খানিক জলের মত থাকি,গড়িয়ে যাবো এদিক-সেদিক...
রঙ হবে না,ঢং হবে না!!!
দাগ হবে না গায়ে...
হঠাৎ করে ভিজিয়ে দিয়ে মিলিয়ে যাবো পায়ে...
তোর বুকের ভিতর পুষে রাখা মরুভূমি শুধু তৃষ্ণার জল খোঁজে!!!
আর তেষ্টা পেলে তবেই তো মনে পড়ে জলের অপর নাম জীবন...
0 Comments.