অপমান জল দিয়ে ধুয়ে ফেলা যায় না সুলতা
যেমন আ্যসিড মারলে ভেতরে বাইরে শুধু ক্ষয়
মুছে ফেলা আরো শক্ত হয় সব দাগ
যদিও সবটাই সঠিক নয়
আবার বেঠিক বলা যাবে না নিশ্চয়
ঘৃণা অপমান জল রঙে সাফ হয় কি কখনও
কেউ কেউ স্টিকার লাগায়
পাখিরা উড়ছে দূরে
এই নিত্য ছবির কোনো ভিসা হয় না
চন্দ্রে মঙ্গলে একাকার...
প্রকাশ পেলে বাধিত থাকব।
লেখনভূমি দেশ আনন্দবাজার অনুষ্টুপ নন্দন
পরিচয় আজকাল কবিসম্মেলন প্রমুখ পত্রিকার পাতায়।
0 Comments.