- 4
- 0
প্রশান্ত কুমার গোস্বামী মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
ঝিরঝিরে বৃষ্টি দিলেই তার মনে রাধার নুপুর বাজে।
বৃষ্টি নয় যেন কৃষ্ণের মাতাল বাঁশি।
দেহের সমস্ত আভরণ ছুঁড়ে ফেলে সে উঠোনে বেরিয়ে আসে।
বৃষ্টির খসে পড়া ফুলগুলি দুহাত পেতে ধরে। বৃষ্টির সুগন্ধ তার নিরাভরণ দেহে ঢেউ তোলে আর পীনোন্নত স্তন শিখর দিয়ে ক্রমান্বয়ে নেমে আসা বৃষ্টির ঢল ছায়াঘন উপত্যকায় বন্যা আনে।
সে উন্মত্ত হয় ক্রমশ পৃথিবী হতে চায়।
লাঙ্গলের কঠিন ফালে তাকে কর্ষণ করুক আর লাঙলের ফলায় গজে উঠুক প্রাচীন প্রেম।
0 Comments.