Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী

maro news
T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী

সংগ্রাম চলবে

অনেক পথ চলার পর..... চেতনার বুদবুদ থেকে উঠে আসে - ডুবে যাওয়া মানুষের কাছে খড়কুটার মত; একটি মাত্র শব্দ; "মা" ! ভালোবাসার কনকাঞ্জলি দেয় আরো কিছু বর্ণ; যারা ছিল পাঁজরের হাড়ের মধ্যে বন্দী ! পাখি হয়ে উড়ে যেতে চায় আবেগের টানে ! আমার দুঃখিনী মা ,প্রিয় বর্ণমালা - তোমাকে রক্তাক্ত করলে, আমি কি ভালো থাকতে পারি?? আমি তো তোমার অক্ষর সন্তান! শব্দের প্রতিবাদী মিছিলে দাঁড়িয়ে শপথ নিতে পারি ; বাংলার ঘরে ঘরে ,পথে পথে, দেওয়ালে, দোকানে ,যানবাহনের নম্বরে, সরকারি কাজে কর্মে - শুধু থাকবে আমার প্রিয় বর্ণমালা! বিমানবন্দরে বাংলায় বড় করে লেখা থাকবে "নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর"! রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা ! তোমার দুধে লালিত হয়ে সাম্রাজ্যবাদী শক্তির পদলেহন যারা করে ; তারা অচিরেই পক্ষঘাতগ্রস্ত হবে । এ আমার দৃঢ় বিশ্বাস। ইতিহাস সাক্ষী - বাংলা ভাষার ইসলামীকরণের দিন দুর্জনের অপচেষ্টা টেঁকেনি ! টিঁকবেও না । তোমার চরণে শ্রদ্ধায় মাথা নত করবে একদিন বিদেশী শক্তি।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register