T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় শংকর ব্রহ্ম
মাতৃভাষার পদাবলী
মাতৃভাষার ভিতর ছিলাম
ঘাপটি মেরে বসে
নিজেকে ডুবিয়ে রেখেছিলাম
খাঁটি বাংলা রসে
এমন সময় এলে তুমি
রসকলি হয়ে
মধুর হেসে চলে গেলে
মুষ্টি ভিক্ষা লয়ে
তুমি আমার বাংলাভাষার
পদাবলী হয়ে
মাতৃভাষার আলপনায়
হৃদয় জুড়ে রয়ে।
0 Comments.