T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় বিজয়া দেব
একুশে ফেব্রুয়ারি
যে ভাষায় লিখি জীবনের গান,
যে ভাষায় বলি কথা,
হৃদয়ের রঙ যে ভাষায় বুনে
আলোর নকশিকাঁথা।
যে ভাষায় গাই রবীন্দ্র গান
যে ভাষায় লালন গীতি
সেই ভাষাকেই গিলে খেতে চায়
আস্ফালনের রীতি।
অমর একুশে তাই ফিরে আসে
ফিরে আসে রক্ত- ভোর,
নিথর দেহে শহিদের গান
ভাষা হোক জাগরূক।
রফিক বরকত জব্বারদের
আত্মদানের আলো,
ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে
মুছে যাক সব কালো।
0 Comments.