- 4
- 0
ভাষা তো সমুদ্র এক, ক্ষুদ্র তুচ্ছ কথা
মিশে যদি মিশুক তাতে, ক্ষতি নেই ।
শুদ্ধ বা অশুদ্ধ, তা নিয়ে চিন্তা অযথা ;
বাংলা সমৃদ্ধ ভাষা, জানি অতীতেই ।
চর্যা থেকে চলা শুরু, ক্রম পর্যায়,
পেরিয়ে সঙ্কুল পথ বিবিধ চর্চায়
বাংলা হরফ থাক অমর অক্ষয়,
দিবস বর্ষ যুগ, সয়ে বিপর্যয় ।
0 Comments.