T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় কুণাল রায়
বহুদিন আগে,
এমনি সকালে,
ইতিহাসের পাতায় যা রক্ষিত,
এক রক্তিম মুহূর্ত।
তাজা রক্ত,
আরেক বাংলার মাটিতে,
প্রতিবাদের ভাষা রুদ্ধ করতে,
চলেছিল এক পাশবিক অত্যাচার!
চলেছে গুলি,
কাদানি গ্যাস -
আরো বহু কিছু!
তবুও থামাতে পারেনি
স্বীকৃতি অঙ্গীকার।
লুটিয়ে পড়ল মাটিতে
কিছু তাজা কিশোরের প্রাণ!
স্তব্ধ হল জীবন,
স্তব্ধ এই আকাশ,
এই বাতাস -
এই ভুবন!
আজ সেই একুশে ফেব্রুয়ারি,
ক্ষত বিক্ষত হওয়ার দিবস -
আরো একবার!
স্বরণ করা -
সেই সকল অমৃত সন্তানদের
হারিয়েছে যারা সবকিছু,
ভাষা স্বীকৃতির অভিপ্রায়!!
0 Comments.