T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় শমিত কর্মকার
ভাষার গর্ব
জন্মহয়ে প্রথম যে ভাষাকে রপ্ত করেছি
সে আমার মাতৃভাষা বাংলা ভাষা
শয়নে সপনে তাকে নিয়েই মরি
এ যে আমার ভালোলাগা এবং ভালোবাসা।
এই ভাষা কে নিয়েই কতো উন্মাদনা
এই ভাষাকে নিয়েই রক্তপাত কতো আন্দোলন
তবুও ছাড়েনি তাঁরা ভাষাকে ভালোবাসা
ছিনিয়ে নিয়েছে জয় মাতৃভাষার জয়।
এই ভাষাতেই মুগ্ধ হয়েছে জগৎবাসি
তুলে নিয়েছে মিষ্টি ভাষার আক্ষা
আমাদের গর্ব আমাদের আশা
এটাই আমাদের বাংলা ভাষা।
0 Comments.