বর্ণমালার গায়ে ফুটে ওঠে রামধনু রং
একুশের আলো নিয়ে হেঁটে যাচ্ছে
কত কত শহীদের স্মৃতি
মাতৃভাষার অধিকারে যাদের লড়াই ছিল জারি।
ওরা বুক পেতে রেখেছিল
এই ভাষার জন্য
বুকের গভীর থেকে
ভালোবাসা এসেছিল স্রোতের মতো।
একুশ জুড়েই ভাইয়ের মুখ, মায়ের মুখের কথা
ভাষার জন্য তাই সংগ্রাম, হারিয়ে ফেলার ব্যথা।
আজ গান গেয়ে উঠি মাতৃভাষায়
প্রান খুলে কথা বলি
ভাষা প্রকাশের অনাবিল সুখে
একুশের আলো ভরে নিই চোখে
আঁকি মায়ের ছবি।
0 Comments.