T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় জীবন সরখেল
মাতৃভাষা
মন ও মুখে মিল যদি হয়
তবেই সত্যকথন
'ভাষা'নিয়ে যা চলছে আজ
তা'তো কেবল তোষণ!
বাংলা'কে নিয়ে দু চারদিন
করলে মাতামাতি
দায়-দায়িত্ব শেষে জ্বলবে
সমাধানের বাতি?
ইংরেজি মাধ্যমেই পড়ছে
দেশের যত ছেলে
আপাত সুযোগের টানে
বাংলাভাষা ফেলে।
কথা-কাজে মেলা-খেলায়
সকল প্রয়োজনে
বাংলা হোক বাঙালির সাধন
জীবনে মরণে।
0 Comments.