Sun 16 November 2025
Cluster Coding Blog

|| জন্মদিনে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী স্মরণ || লিখেছেন মৃদুল শ্রীমানী

maro news
|| জন্মদিনে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী স্মরণ || লিখেছেন মৃদুল শ্রীমানী

জন্মদিনে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী স্মরণ

আজ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মদিবস। ১৮৬৪ সালে ২০ আগস্ট জন্মেছিলেন। ১৯১৯ সালে ৬ জুন, ২৩ জ‍্যৈষ্ঠ, ১৩২৬ বঙ্গাব্দে মারা যান।
তিনি ছিলেন বঙ্গভাষার একনিষ্ঠ সেবক। দার্শনিক ও বিজ্ঞান লেখক।
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তখন মৃত্যুশয্যায়। ৩১ মে, শনিবার, ১৯১৯ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইটহুড ত‍্যাগের সংবাদ বসুমতী পত্রিকার অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। সুরেশচন্দ্র সমাজপতি লিখেছেন , রবিবার রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এই সংবাদ জানতে পেরে কবির পদত্যাগপত্রটির অনুবাদ পড়েন। তারপর নিজের ছোটভাইকে কবির কাছে পাঠিয়ে নিজের মরণাপন্ন অবস্থা জানিয়ে বলে পাঠান, আমি উত্থানশক্তিরহিত, আপনার পায়ের ধূলা চাই। পরদিনই ১৯ জ‍্যৈষ্ঠ, সোমবার সকালে রবীন্দ্রনাথ রামেন্দ্রসুন্দরের শয্যার পাশে উপস্থিত হন। তাঁর অনুরোধে কবি তাঁকে মূল পদত্যাগপত্র খানি পড়ে শোনান।
সুরেশচন্দ্র সমাজপতির ভাষায় "এ পৃথিবীতে রামেন্দ্রের এই শেষ শ্রবণ। রামেন্দ্রসুন্দর রবীন্দ্রনাথের পদধূলি গ্রহণ করেন। কিয়ৎকাল আলাপের পর রবীন্দ্রনাথ চলিয়া গেলেন; রামেন্দ্রসুন্দর তন্দ্রায় নিমগ্ন হ‌ইলেন। সেই তন্দ্রাই মহানিদ্রায় পরিণত হ‍ইল। "
এরপর ৬ জুন, ১৯১৯, শুক্রবার, ২৩ জ‍্যৈষ্ঠ, ১৩২৬ রাতে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর দেহাবসান হয়। সে সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বৎসর। দুই বছর হল সেই প্রয়াণের শতবর্ষ পেরিয়ে গেছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register