Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ শিবাজী সান্যাল

maro news
T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ শিবাজী সান্যাল

বসন্ত পলাশ

ব্যাস , এই একটি কথাই বড় হল ? কি একটা বলেছি সাধারণ , এতকিছু না ভেবে তাতেই চোখ হল ছলছল , বললে, “ এমন পারলে বলতে তুমি ? কারণ তুমি একবিন্দু ভাবো না আমার কথা এতটুকু ভালবাসা নেই মনে আমার জন্য - - । ” কি কাণ্ড ! লেঃ বাবা ! এতদূর গড়ালো জল ? আর এই যে বারবার করি ফোন বাইরে থেকে লাগাই হাত তোমার কাজে থাকলে বাড়িতে আনি রজনীগন্ধা ফিরলে রাত করে কবিতার বই করেছি উৎসর্গ তোমাকে সব ভুলে গেলে ? কত সহজে চলে গেলে অভিমানে শুধুই দুলাইন চিঠি লিখে রেখে । নীলা, তুমিই আমার বাসবদত্তা তুমিই আমার ঋষি কন্যা শকুনকুন্তলা আমার যত কল্পনা , গেরুয়া বসন্তের সমস্ত ভালবাসা । এই তুমিহীন বাড়িতে কি করে আমি থাকব বলত একা ? দরজায় বেল শুনে খুলে অবাক্ তাকাই আমি দাঁড়িয়ে তুমি ! বিনিদ্র দুচোখে কান্নার ছায়া বললে, “ জানতাম নেবে না খোঁজ, আসবে না আমাকে আনতে ফিরিয়ে। আমিই বোকা পারি না থাকতে দূরে তোমাকে ছেড়ে। জানি তো একফোঁটা ভালবাসো না আমাকে । ” একরাশ পলাশ এখন মেতেছে উৎসবে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register