T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ গৌতম সমাজদার
অবহেলা
পাওয়ার পরে, যদি নারী
অবহেলা পায়, ঘাটতি দেখে
চিরন্তন ভালবাসায়
একটু একটু করে স্ত্রী
হলেও সরিয়ে নেয় নিজেকে,
গড়ে তোলে একটা প্রাচীর
সেখানে আবার প্রবেশ
অসাধ্য চেষ্টামাত্র।
থেকে যায়, অভ্যাস বশে
পালন করে সব দায়িত্ব
ফিরে আসে না।
0 Comments.