Thu 18 September 2025
Cluster Coding Blog

কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব - ১৩)

maro news
কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব - ১৩)

অনন্ত - অন্তরা

কিসের ধরা – বিয়ের পর সীমানহীন wish থাকবে যেখানে কোন সময় নির্দিষ্ট হয়ে উঠবে না বরং তোর অপেক্ষায় আমার সাথে আমার ভালবাসার মানুষটি থাকবে বুঝলি – তাই ১২টা ১ মিনিট অন্ততকাল তোকে বরাদ্দ দেওয়া হল – মাথা টুপি হাতে নিয়ে জ্বী শাহাজাদী বলে গ্রহন কর –
জ্বী শাহাজাদী- সাদরে গ্রহন করলাম এমন অমূল্য তোফা –
এই অনন্ত চলে এসছি, ড্রাইভারকে বল বাম পার্শ্বে থামাতে –
প্লিজ ভাই একটু সামনে গিয়েই বাম পার্শ্বে রাখেন – সন্ধ্যা দেখে নামিস- ওকে- ভেতরে যা আমি দাড়িয়েছি –
তুই ভেতরে আয় মায়ের সাথে দেখা করে যা –
না এখন আর যাব না – শুভ জন্মদিন My dear সন্ধ্যা –
Thank you my dear অনন্ত । শুভ রাত্রি ।
শুভ রাত্রি।
সামনে নেমেই ভাড়া মিটিয়ে সোজা দোকানে যেয়ে এক প্যাকেট ব্যানসন সিগারেট চাইলাম নাই বলে বিমুখ করলো- ওকে- 555 সিগারেট আছে কি? জ্বী আছে –
তাহলে ওটা দিন – ফেরত টাকা পকেটে ঢুকাতে ঢুকাতে বাসায় ঢুকে পড়লাম, ধুম ধাম লাইট অন- ড্রেস চেঞ্জ এবং ঝটপট ফ্রেস – টাওয়ালটা ঘাড়ে নিয়েই কম্পিউটার অন করে কিচেনে চায়ের জন্য পানি ফুটাতে দিলাম – ফিরে এসে Password দিয়ে Enter করে চা বানাতে গেলাম । এক মগ ব্লাক টি বানিয়ে টেবিলে নিয়ে বসলাম- Yes Ashtray টা নিয়েই বসি- দিয়াশেলাইয়ের কাঠির একটি ঘর্ষনেই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে সিগারেটের মুখে আগুন দেওয়ার সুবাদে একটি সুখ টান এবং “ধুম পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ধুমপান বিষপপান” একটি পুর্নাঙ্গ বিজ্ঞাপন ফ্রী পরিবেশনের মধ্যদিয়ে রাতে শুরু উজ্জাপন করলাম । এবার একটা শান্তির নিঃশ্বাস নিলাম, চোখ নিবিড় হলো মনিটরের দিকে- Moving Mouse – Cursor খুজছে অন্তরাকে হৃদয়ের সঙ্গে বিনাতারের নিগুঢ় সম্পর্ক গড়ে দিতে । কিন্তু আমি জানি অজ্ঞ cursor এর বৃথা চেষ্টা কারণ ওর আগমনের সময় এখন হয়নি – তবে নাম ছুঁয়ে দিয়েও সুখ খুঁজে নেওয়া যায় cursor তা জানতো-ধন্যবাদ তোমাকে সেই অনাবিল সুখ তৃষ্ণা জাগানোর শিহরণ খুঁজে দেওয়ার জন্য ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register