Thu 18 September 2025
Cluster Coding Blog

গারো পাহাড়ের গদ্যে মোহাম্মদ শামীম মিয়া

maro news
গারো পাহাড়ের গদ্যে মোহাম্মদ শামীম মিয়া

মায়ের বুকে আগুন

আজ মনটা খুব ই ভারাক্রান্ত ও বেদানার বিষে নীল! আমার সারা শরীর কাঁপছে জন্মভূমি বুকে আগুন দেখে! প্রিয় মা জননী কাঁদছে, পোড়া গন্ধে স্তম্ভিত পুরো শহর, পথঘাট ও মাঠ।আমি কোন রাজনীতি করিনা, তবে ভালোবাসি স্বদেশ, জন্মস্থান সুহিলপুর ও ব্রাহ্মণবাড়িয়া, শুনেছি এই শহরের সদর হাসপাতালেই আমার জন্ম হয়েছে। পুরো শহরটা আজ হাহা করছে, একদা এই ব্রাহ্মণবাড়িয়া ছিলো সবার সেরা সবদিকে, এখন আমরাই আমাদের ঐতিহ্যকে ধ্বংস করছি প্রতিনিয়ত, একদিন রাগ ও অভিমান থেমে যাবে, কিন্তু যা হারিয়েছি তা ফেরত পাবো না। ব্রাহ্মণবাড়িয়া পুরো শহর, তিতাস নদী সবি আমার ভালো লাগা ও শ্রদ্ধার তীর্থস্থান, এইভাবে ধ্বংসে কোন সমাধান হয়না। আমাদের দেখে শিখবে পুরো বিশ্ব হচ্ছে বিপরীত! এখন তো এমন হয়েছে যে জন্মভূমির নাম বলে পরিচয় দিতেও খুবই লজ্জা পাচ্ছি। আজ এ কোন শহর দেখছি, যে শহরে ফুলের বাগান ছিলো, সুখের গান ছিলো, মানুষের মাঝে সম্প্রীতি ও ভালোবাসার বন্যা বইতো। আমরা কি আবারো এক হয়ে আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারিনা? আমি এই শহরের প্রতিটা মসজিদে নামাজ নামাজ পড়েছি, এই শহরের প্রতিটা মন্দিরে গিয়েছি, সবার সাথে সবসময়ই মিল ও মহব্বত বজায় রেখে চলেছি, ফকিরা পুলে শবেবরাতের রাতে গরীব ও মিসকিনদের সাধ্যমতো দান করতাম, রেলস্টেশন সহ ঘুরে ঘুরে অসহায় মানুষদের খবর নিয়েছি, এখানে আদৌও আমার কোন শত্রু আছে বলে জানা নেই! সমাধানের পথ খোঁজে আসুন আমরা সবাই মিলেমিশে প্রিয় মায়ের বুকের আগুন নিভিয়ে হাসি ফুটাই। নয়তো ইস্যুর পর ইস্যু আসবে আর মায়ের চোখে অশ্রু ঝরবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register