দুরন্ত জিজ্ঞাসা ছিল, 'আসবে তো ওই দিন? হাত ধরে বেরবো রাজপথ বেয়ে সময়ের প্রবাহে'
আকাশে তাকিয়ে দেখি রোদের গায়ে হুমড়ি খেয়ে পড়া
খুচরো মেঘেদের মুচকি হাসি
আলোছায়ার চিহ্ন ধরে হাজির হয়েছিলাম
শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।
বসন্ত যদিও এখন তরুণ নয় দুজনের কাছে, অথচ-
অদ্ভুত এক উৎসাহের জোয়ার যেন মুখোমুখি করলো
তোমার সামনে আমাকে।
মৃদুভাষ তুমি যেতে চাইলে পূণ্যস্থান দক্ষিণেশ্বর অভিমুখে।
.
তখন দ্বিপ্রহর। মন্দিরের মূল দরজা বন্ধ হবার সময় আসন্ন।
রক্তজবার ওপর সিঁদুরের অহংকার, ক্রমশ বাকরোধ হল
দুজনের অবাক সহাবস্থানে।
মুঠোয় হাত আমার আর ওঁর। আঙুলে আঙুল শপথ নিচ্ছে
সম্পর্কের। সামনে শুধু মৃণ্ময় মায়ের শান্ত দুটি চোখ।
.
সেদিন ছিল বিশ্বপ্রেমের নির্দিষ্ট দিন।
ওঁর আর আমার উড়ান ছিল ডানাবিহীন বোহেমিয়ানে।
0 Comments.