Thu 18 September 2025
Cluster Coding Blog

Moods, Moments আর প্রেম - বিন্দু By আরণ্যক বসু

maro news
Moods, Moments আর প্রেম - বিন্দু By আরণ্যক বসু

ফাগুন ফাগুন ! 

( "তুমি আমায় নিয়ে এলে ঘর থেকে বাহিরে , দেখতে পেলাম না গো তোমায় সই-মিতেনির ভিড়ে "-- অবাক করা এক গানের কলি )
আবছা আঁধার জানান দিচ্ছে মুকুল ফুটলো গাছে ! আমি তো জানি, ভালোবাসার স্বজন সুজন আছেই । তুই দেখেছিস , দূরপাল্লার আকাশ নামা বনে , ঝরাপাতা আর বনদেবী পলাশের দিন গোনে ! সারা দিগন্তে মৃদু ফিসফাস, আমার কাছে তুই ? পিয়ারডোবার পলাশকুঁড়ি ঠোঁট দিয়ে ঠোঁট ছুঁই ! কাছে টানবি দূরে ঠেলবি , ইচ্ছে অনিচ্ছেতে ? ঝড়ের মুখে ঠায় দাঁড়াবো টাচ উড , দেখা পেতে ! ছয় ঋতু , তোর বারোমাস্যায়, আড়ি মিটলেই ভাব ? মহুল বনের শীর্ষ শাখায় বিবাহ প্রস্তাব । ও পলাশ , ও অবাক শিমূল , তুমুল বেঁচে থাকায় , সারারাত্তির ভালোবাসার হাজার সলতে পাকায় ? তুই জ্বেলে দিস বনদেবী ভাত ফোটানোর আগুন , আমার বুকে ঘনিয়ে এলে অন্তবিহীন ফাগুন ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register