স্বচ্ছ গভীর জলরাশি; বড্ড বেশি স্থির আজ।
তার ওপর সকালের সূর্যের আলো পড়ে, সাতরঙা রামধনু রঙ আরও মায়াময় করে তুলেছে সরোবরকে। ডুব দিতে ইচ্ছে হল।তারপরেই মনে হল ,পাড়ে বসে দুচোখ ভরে এই সৌন্দর্য দেখলেই মনে প্রশান্তি আসে। ডুব দিলে তো নীচে ঘোর অন্ধকার !
হঠাৎ আমের শাখায় কোকিল ডেকে উঠলো।
তখনই মনে পড়লো ---
আজ যে প্রথম ফাগুন !
0 Comments.