আসিস না আর এদেশে মা,
তোকে এখানে যে মানায় না;
শুচি, শুভ্র, বীণাপাণি তুই
মদ-মাতালের কেউ তো না।
তোর নামে যে মণ্ডপ হয়,
তৈরী সে কি চাঁদার টাকায়!
তোলাবাজ আর মস্তানরা
চমকে লোকে (ও)সব সাজায়।
ছিলি তুই বেশ বিদ্যালয়ে,
বেড়া টপকিয়ে কেন এলি?
মস্তানরা তো বেজায় খুশি
তোর সেবকের টুঁটি চাপি;
এখন তো শুধু ভয়ে থাকি,
সম্ভ্রম যেন তোর থাকে মা;
সঙ্গে যে নেই কেতো-গণশা,
দুর্গা, দুর্গা বলেই ফিরে যা।
0 Comments.