কারো কাছে হয়ত বা পুরনো স্মৃতি,
মুচকি হেসে ভুলে থাকা প্রতীকী।।
ভোর থেকে কত আয়োজন বাগদেবীর আরাধনায়,
অঞ্জলি শেষে কুল হাতে ভালোবাসার অপেক্ষায় ।।
হলুদ শাড়ি আর পাঞ্জাবীতে বসন্তের আগমন বার্তা,
কেউ বা নিঃসঙ্গ খুঁজে চলে জীবনের বাস্তবিকতা।।
কারো কাছে শিক্ষাসূচনা, আবেগময় হাতেখড়ি
সকলে ভালো থাকুক মায়ের কাছে এই প্রার্থনাই করি।।
0 Comments.