Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

maro news
কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| জাতীয় প্রতীক সমূহ

জাতীয় বৃক্ষ - বট জাতীয় ফলের নাম - আম, জাতীয় ফুল - পদ্ম গঙ্গা - জাতীয় নদীর নাম।
জাতীয় খেলা - হকি জাতীয় পাখি - ময়ূর, জাতীয় সঙ্গীত - জন-গন-মন বড় সুমধুর সুর।
জাতীয় প্রতীক - আশোক স্তম্ভ জাতীয় ধ্বনি - জয় হিন্দ, জাতীয় স্তোত্র - বন্দেমাতরম হৃদয়ে রাখি রাত-দিন।

২| মৃত‍্যুঞ্জয়ী মহানায়ক

মৃত‍্যুতো হয় যে মানুষের কোন দেবতার নয় , মানব কুলে জন্ম নিয়ে মৃত‍্যুকে করিলে জয়। প্রণাম হে মৃত‍্যুঞ্জয়।।
আপোষহীন লড়েছ তুমি মহা বিপ্লবী দুর্জয়, একে একে এগারো বার শুধু একটি বার নয়। কেটেছ কারাবাস কষ্টে চেয়েছ জাতীর বিজয়। সেলুট হে মৃত‍্যুঞ্জয়।।
স্বাধীনতা দেব আমি বলেছিলে দাও রক্ত , স্বার্থান্বেষী সব দেয়নি সায় ফিরিঙ্গীর যত ভক্ত। কূটচালে তাড়ালো তোমায় নেওনি মেনে পরাজয়। প্রণাম হে মৃত‍্যুঞ্জয়।।
বীর গর্বে গড়ছ তুমি আজাদ হিন্দ সেনা দল, অস্ত্র হাতে বজ্রনাদে দিয়েছ ডাক দিল্লী চল। ফিরিঙ্গী সব ছাড়লো দেশ কাঁপলো ওদের হৃদয়। প্রণমি হে মৃত‍্যুঞ্জয়

৩| সময়ের ছড়া

বারো মাসে এক বছর, আর ছয় ঋতুতে এক বছর হয়‌। ৩৬৫ দিনের সমষ্টিকে সংক্ষেপে এক বছর কয়‌।
দুই মাসে এক ঋতু,আর দুই পক্ষে এক মাস হয়। ৩০ দিনের সমষ্টিকে সংক্ষেপে এক মাস কয়।
দুই সপ্তাহে এক পক্ষ,আর দুই পক্ষ এক মাস হয়। ৭ দিনের সমষ্টিকে সংক্ষেপে এক সপ্তাহ কয়।
এক দিনে বারো ঘন্টা,আর চব্বিশ ঘন্টায় দিন রাত হয়। ৬০ মিনিটের সমষ্টিকে সংক্ষেপে এক ঘন্টা কয়।

৪| আমার বাঙালি

মাতৃভাষায় কথা বলি তাই তোমরা করো অত‍্যাচার ! মাতৃভাষার কথা বলার কি নেই কি মোদের অধিকার ? মাতৃভাষার স্লোগান তোলায় কেড়ে নিলে তোরা প্রাণ ! মায়ের জন‍্য জান দিয়েছি তবু সেদিন দেইনি জবান।

৫| বুঝেছি কেন

হে নেতাজী, তোমারই ভয়ে ফিরিঙ্গী সব ছাড়ল ভারত ভূমি, তুমি কেন ফিরলে না আর ? তুমি বড্ড অভিমানী !
বুঝেছি কেন, দ্বিখণ্ডিত আজ ভারত ভূমি এই অভিমান মনে , তাই বুঝি আছো আড়াল হয়ে ঘরে না ফিরার পণে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register