T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দুর্গাদাস মিদ্যা

ভয় হয় তোমার কাছে যেতে
তুমি যে দুর্গতি নাশিনী মা
সেকথা কিছুতেই বুঝে উঠতে পারি না।
তাই যদি হবে তবে তো তোমাকে
প্রমাণ দিতে হবে যে সেকথা মিথ্যে নয়।
তুমি যে অসুর বিনাশিনী
সেও তো শুধু কথার কথা মনে হয়
না হলে এতো অসুর আসে কোথা থেকে এই পৃথিবীতে।
রক্ষক তুমি, তুমি প্রতিপালিকা মা
সেকথা ও প্রমাণিত সত্য নয়
প্রতিদিন কত অন্যায় হত্যা সংঘটিত হয়
তোমার চোখের সামনে কত নিরীহ মা’র কোল
খালি হয় তুমি তো দেখেও দেখো না
তবে তুমি কার মা? কাদের মা?
আমার তো মনে হয় তুমি অসহায় আতুরের কেউ নও
অন্যায় অত্যাচার যারা করে তাদের অঙ্গুলি হেলনে তাদের কথায় চালিত হও।
কখনোই তুমি সবার জননী নও।