কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

উষ্ণায়ণ
জ্বলছে নভে
সৌরশিখা
দূরে আশার
মরীচিকা
তৃষ্ণা বুকে
ছুটছে তারা
কাছে গেলেই
হয় যে হারা
ভুবন এখন
মরুপ্রায়
অরণ্য শেষ
লোভ-লালসায়
মানুষ তবু
ঘুমিয়ে আছে
জানে না সে
প্রলয় আসছে
বইবে না আর
স্নেহের ধারা
রৌদ্রজ্বরে
পুড়ছে ধরা
মানুষ তবু
জেগে নীরব
কোথায় গেলো
মোদের গরব!