কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

কবিতা লিখো না, বরং…
কবিতা লিখো না! বরং গদ্য লেখো।
কবিতার শরীর বড় পেলব,
সেখানে ক্ষোভ উগরে দিলে
দগদগে ক্ষত সৃষ্টি হবে।
অন্যের বিচারের ভার ঈশ্বরের হাতে,
সময়ের হাতে,
নিজের প্রতি সুবিচার চাও?
মন কল্যাণপূত কর্মে নিয়োজিত করো।
একা চলতে হবে।
পথ বড় দুর্গম।
মনের কোনে আলো জ্বালো।
চলতে পথে যত আলোকরেখা চোখে পড়বে,
সবই তো সূর্যের মত স্বপ্রভ নয়,
কোথাও রশ্মী প্রতিফলিতও হয়।
চিনে নাও সেই গ্রহ উপগ্রহকে,
আয়নার মত মসৃণ প্রতিফলককেও।