কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

পাঠ প্রতিক্রিয়া
ভাবনা গেড়েছে শিকড়
নেই সঠিক উচ্চারণ
অজ্ঞানতা পরতে পরতে
নেই আলোর প্রতিসরণ
কবি হতেই হবে
কিছু শব্দ নতুন শিখে নেওয়া
কদর্য পচন লেগে
লাগে কবিতার পালে হাওয়া
শহর থিতিয়ে যায়
উৎসবের রাত পেরোলে
নেভেনা যাপন রোশনাই
সুড়ঙ্গে সেঁধিয়ে গেলে
হাঁটবো আলোকবর্ষ
দীর্ঘ জীবন মিছিল
দাবী নানান কিছুর
হয়ে অহংবোধে সামিল
বেশ, না করেছে কে?
কে দেবে এসব হাতে তুলে?
চাওয়া পাওয়ার বৃত্তে ঘুরে
মরতে হবে বেভুলে
সময়ের সাথে কথা বলো
অনুচ্চারণে
যেন পৌঁছে না যায়
বাতাসের কানে
ভুল ভাবনা ছড়িয়ে দেবার
কে দিলো অধিকার
কার এত দায়
অপাঠ্য কিনে পড়বার?