কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

সেপ্টেম্বর
ফসলের রঙ পাল্টে যায়, ফলভারে নত তরু
আসে সেপ্টেম্বর, গ্রীষ্মাবহে শীত শীত ভাব শুরু
শরৎ এলো মৃদু পায়ে বাতাস মনোহরা—
গ্রীষ্ম যাবো বলছে না তো, বরং মেজাজ চড়া।
মাঝে মাঝে উতল বাতাস চৈত্র দিনের মত
একটা দুটো ঝরছে দেখি হলুদ পাতা যত
সাদা মেঘের ভেলার মাঝে হঠাৎ নিকষ কালো
বাদল মেঘের আনাগোনা নিভে গেলো আলো
ঝমঝমিয়ে ভিজলো ধরা মাটির সোঁদা গন্ধ
বৃষ্টিছাট আটকে দিতে জানালা হলো বন্ধ
প্রকৃতির এই এমনতর খামখেয়ালি মেজাজ
আকাশ বাতাস মনটা জুড়ে সেপ্টেম্বরের রাজ