কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

আগুন তরবারি
আগুন আমার চোখে,
আগুন আমার চারপাশে
আগুন আমার রক্ষক
আগুন ওড়ে বাতাসে।
আগুন সর্বগ্রাসী নয়
আগুন অতি পবিত্র
আগুনে আহুতি হলে
বদলে যায় চিত্র
আগুন জ্বলে শরীরে,
আগুন জ্বলে মনে
প্রতিশোধ তরবারি
তুলে দিই গোপনে
তারই হাতে যিনি
বসে আছেন অলক্ষ্যে
কাছে টেনে নেন তিনিই
অপমানিতেরে বক্ষে।