কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

অত বেশি জানতে নেই
জানতে চেও না, অত বেশি জানতে হয় না—
বেশি জানলে বিব্রত হতে হয়,
বিভ্রাট ঘটে যেতে পারে,
তখন বিড়ম্বনার একশেষ!
যত কম জানবে
তত হাল্কা হবে মন
অন্যের মন পড়া চাট্টিখানি কথা নয়।
দৃষ্টি হোক ঝাপসা—
অন্তর্দৃষ্টির প্রয়োজন।
বয়সী মনের জটিল জটে
জড়িয়ে থাকে চাতুর্য,
ধরা গেলেও ছোঁওয়া যায় না।
সিঁদ খুঁড়তে খুঁড়তে অবসন্ন হতে হয়।
উধাও হয় হাল্কা বোল,
গড়ে ওঠে বিভেদের অদৃশ্য প্রাচীর
শালুকদীঘি নীরব যখন—
একলা তখন ভাসতে ভাসতে
ঠেকতে হয় শরবনেতে
জোনাকজ্বলা রাত্রি নামে
একলা থাকার জগৎটাতে।