গুচ্ছ কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

কর্মদিবস (হাইকু)
(১)
গোধূলিবেলা
অস্তাচলে সবিতা
গৈরিক নভে
(২)
আমি একেলা
সবুজ তরুলতা
দিগন্তে শোভে
(৩)
ক্লান্ত কৃষক
মাটির আলপথে
দ্রুত পা ফেলে
(৪)
মাথায় বোঝা
শিল্পীর আঁকা ছবি
পড়েছে জলে
(৫)
ঘাম ঝরিয়ে
ওরা যে কাজ করে
গিয়েছে ক্ষয়ে
(৬)
বোঝা তো নয়
অন্তহীন বিষাদ
এনেছে বয়ে
(৭)
জল-আয়না
মুখ দেখে সূর্য ও
বিটপীলতা
(৮)
জলজ ঘ্রাণ
চেতনায় গড়েছে
অ-রূপকথা
(৯)
তাঁরাই দেয়
কিছু নেই যাদের
বিত্তের কণা
(১০)
এলে সুদিন
প্রদীপ্ত সূর্য-রঙে
চিত্ত-মূর্ছনা