কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

লেগুন
আর সব থেকে যাবে একই
শুধু বয়ে যাবে এ সময়,
সেই ম্যানগ্রোভ, নদীজল, গানবোট বেজ,
জলরঙে আঁকা ঐ আকাশটা নীল
ঐখানে ফেলে রাখা আমার প্রেম
জড়াজড়ি করে আছে প্রকৃতির সাথে,
শ্বাসমূল, অধিমূল, ঠেসমূলে সব,
একা নই একা নই তুমি আমি মিলে,
দেখে যাবো সী ভিউ পিছুটান ফেলে।