কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

পথকষ্ট
মুহূর্তগুলো জড়িয়ে নিয়েছো
কষ্টের চাদরে।
বড় দীর্ঘ সময়ের স্রোতধারা
বড় শ্লথ গতি
ততক্ষণে স্মৃতির অ্যালবাম
নেড়েচেড়ে দেখো
যতই আলো জ্বলুক
রাত কিন্তু কালো।
নিজেকে ভালো রাখতে
নীল রঙের বাতাস প্রতিরোধী পোশাকটা
উল্টে পড়ে নাও
ফুটে উঠুক উজ্জ্বল লাল গোলাপ।