কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

জানতে হয়
জীবনজমিনে খাদে
গড়িয়ে পড়ছে চারিধার হতে
ধূসর পাথর খণ্ড
কোনোটাতে যেন লেখা ‘অ’
কোনোটাতে ‘শা’
কোনোটাতে ‘ন্তি’
এসব তৎক্ষনাৎ না সরালে
অবরুদ্ধ পথ
অনবরত দু’হাতে সরাই সেসব
পথ করি এগিয়ে যেতে
বাধাহীন ভাবে
ছায়াগ্রহের আওতামুক্ত হতে
দেখি, সামনে ধূ ধূ চিক চিক
মিহি পলি মেশানো সমতল
সরস বালুরাশি
হিউমাসে খানিক সমৃদ্ধ
প্র শা ন্তি—-
এ চলতেই থাকে
আগেও পরেও বর্তমানেও
এভাবেই চলতে হয়
চলতে শিখতে হয়
জানতে হয়।