কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ভাবনা আমার যায় ভেসে যায়
না, আর লিখবে না।
নিজের কথা তো নয়ই, কারো কথা নয়।
খাতা, কলম বিছানার চারধারে
ছড়িয়ে ছিটিয়ে থাক্ পড়ে—
সন্ধ্যা হয়ে এলো।
বৃষ্টি এলো ঝমঝমিয়ে।
আর একদিন এমন বৃষ্টি হলে
বন্যা অবধারিত।
যে ভাবনাগুলো ভাববো বলে
দৃঢ় সংকল্প ছিলো—
যাহ্! গেলো তো ভেসে সেগুলো!
টিনের চালে বৃষ্টিফোঁটার দামাল শব্দে
কথা গেলো হারিয়ে,
আর কথা বললেই বা শুনবে কে!
পথবাতি নিভে যেতে পারতো।
গেলো না।
শুধু জলকণা চূর্ণবিচূর্ণ হয়ে
পথবাতির আলোয় চারদিক ধোঁয়াশায় মুড়ে দিলো।
ঘোড়ানিমের পাতা শাখায় উঠলো ঝড়।
বাতাসের স্পর্ধা কত!
বৃষ্টি আরো জোরালো হলো।
হাঁটার ছন্দ হারিয়ে গেলো,
এখুনি মেঘে মেঘে সংঘর্ষ হবে।
ভাবতে ভাবতেই বিদ্যুৎ চমক।
গুরু গর্জন বাজের।
ভাবো, হাঁটবে কিনা এ দুর্যোগে!
হাতে সময় বড্ড কম।
সংশয় হলেই চটজলদি সিদ্ধান্তে আসতে হয়।
অসাধারণ…