কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

গন্তব্যে পৌঁছে
সব কাজ সারা হলে নিজেকে দেখা
অনুভবে আমিত্ব অহং
মনের কোণে আগলে রেখে চিরচেনা আকাশ সবুজ ঘাস
সর্বাঙ্গে মেখে নিই বার্ধক্যধূসর রঙ
যদি বা দোসর হয় হেমন্তের পাতাঝরা দিন
এর নাম দিতে পারো কাঙ্ক্ষিত বিষাদ
আশাতীত প্রাপ্তিতে ধূমল কুয়াশা মাখা
প্রচ্ছন্ন তৃপ্তিকিরণছটা সত্যিই কি বিস্বাদ?