কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ধ্যানমগ্নতা
টুপটাপ্ টুপটাপ্ শিশিরপতন
টিকটিক টিকটিক ঘড়ির চলন
চারিদিক শব্দময় এ জগৎ
খুলে দাও, দাও খুলে মনের দ্বার—
গ্রহণ করো নিজের মধ্যে সে স…ব।
বন্ধ করো চোখ
তারপর—
জেগে ওঠো, ভাবো— আমিই সেই
অনুভব করো নিজের অস্তিত্বকে
ছায়া ছায়া চিন্তারাশি ঘুরপাক খায়
ছেঁড়া ছেঁড়া মেঘের মত ভেসে ভেসে যায়
টুংটাং টুংটাং পিয়ানোটা ঠিক
সুরতরঙ্গ তুলে দূ….রে মিলায়।