কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

অভিনয়

সত্যিই যে বড় সাধারণ,
কি করে অসাধারণ হয় তার শব্দ-বুনন?
যেখানে সেই এক সোঁদাগন্ধ মাটির সংলাপ
হেমন্তের রোদে সেঁকে বারবার পরিবেশন করা যায়?
জানা নেই জানা নেই জগতও জানে না।

তেলচিটে চুল, চোখে কাজল লেপা
সাজে চটকদারি, মননে রিক্ততা-
নতুন করে আর শিখবে কি, জানবে কি-

মাঝে মাঝে স্থির চোখে
আকাশের দিকে চেয়ে থাকতে হয়,
কখনো মাটি ও আকাশের মাঝামাঝি
আড় চোখে অলীক কল্পনায়,
একে বলে ‘ভাব ধরা’।

এ জীবন নট্টমঞ্চ-
তাই অভিনয়টা বেশ জানা,
তোমার আমার সবার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।