কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ফল ফলতে নেবে বহু সময়
বীজ থেকে একটা গাছের জন্ম
সার মাটি জল বাতাস পেয়ে ক্রমে পরিণত হবে
মুকুলিত হবে
ফল ফলতে নেবে বহু সময়
মেয়েটিকে তার স্বামী বিয়ের পরদিন থেকে বলেছে,
‘তুমি চলে যাও’
কোথায় যাবে, জানে না সে
শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে
এর মানে বুঝতে চেষ্টা করে।
গঞ্জনা অপমান সয়েও
সংসার করে যেতে চেয়েছিলো সে।
শেষমেশ তাড়িয়েই ছেড়েছে
এখনও তার মুখে এই একই গল্প শুনি রোজ
আর রোজই একটা দীর্ঘশ্বাস পড়ে আমার
বুঝি, দীর্ঘশ্বাস
বড় ভারি বাতাস
সে বাতাসে ভর করে
খুব ধীরে ধীরে পৌঁছে যাবে এ খবর
ব্রহ্মাণ্ডের আদালতে।