কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

সাতই কার্ত্তিক
নিস্তরঙ্গ বাতাসে শীতের চোরা টান
পিঁপড়েদের ব্যস্ততা তুঙ্গে
শালুকের গায়ে অ্যাজোলার আঁশ
কঞ্চির শীর্ষভাগ আগেই দখল করেছে রোদ
পানকৌড়ির লোভাতুর চোখ ওখানেই
ডানা ছড়িয়ে ওম মেখে নিচ্ছে খানিক
ভারসাম্যের এমন দৃশ্য বিরল হলো অচিরেই
সমুদ্রসৈকতে ‘ডানা’-র ঝাপট
উত্তাল হলো উত্তুরে বাতাসও
বৃষ্টি এবার যখন তখন
কুয়াশা হয়ে ঝরে পড়বে টুপটাপ।
প্রাণস্পন্দণে তখন অজান্তেই ভাঁটার টান।