কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

দিশারী
ও পাহাড়, দাও বইয়ে ঝর্ণা
আমি যে কর্দমাক্ত পথে যেতে
ক্লেদাক্ত শরীরে ক্লান্ত
ও কলুষনাশিনী ঝর্ণা,
তোমার উচ্ছল জলে
আমায় করো স্নাত।
আমি আবার সতেজ হবো
বলীয়ান হবো অদম্য আত্মশক্তিতে
কলঙ্ক মুছে যাক আকাশের বুক চিরে
ঝঞ্ঝা বিধ্বস্ত রাতে চমকিত বিদ্যুতে
ও পালক মেঘ, জল ঝরিয়ে হাল্কা হও,
ভেসে যাও দূর অজানায়
আমার এ মন হোক তেমনই ভারমুক্ত
পালতোলা নৌকো যেমন— ভাবনায়।
আমার যতেক ভুল পথের আঁধারে
ফুল হয়ে ফুটে থাক থরে থরে