কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

জুলাই
সূর্য যখন টাঙায় সোনালি চন্দ্রাতপ
সবুজ এক গালিচা পাতা খেলার মাঠে
প্রকৃতি প্রাণবন্ত বন্য বিস্তৃতিতে
জুলাই স্পর্শে জগৎ তখন জেগে ওঠে
বৃষ্টি ধোয়া আকাশ হাসে ভীষণ নীল
স্বপ্ন আর ভালোবাসা গড়ে নেয় তার ঘর
ঘাসের ঘ্রাণে নিত্য পাগল গঙ্গাফড়িং
বিলীন তখন নদীর বুকে সুখেরই চর
উত্তাপে কে খোঁজ করে গো সমুদ্রতট
নোনতা বাতাস গা ছুঁয়ে যায় সব সন্ধানীর
স্বপ্নঘরে ফুল ফোটে তার উজ্জ্বলা রঙ
তাদের ঘ্রাণে সুর তুলে যায় ছন্দ ও মীড়।
জুলাই তোমার ঝকঝকে রাত তারা ভরা
কালো মলিন রাতের আকাশ মেঘ ঘনালে
ঝলমলে রূপ যখন মেঘে দীপ্তি হারায়
বজ্র তখন আতসবাজী, আগুন ঢালে।