ফিরে যাওয়া হলো না আর
লন্ডভন্ড করে দিয়ে গেল মনের সৌখিনতা
বিবেকের যাদুঘরে বন্দি রইলে সারাজীবন।
এরই নাম জীবন –
ছক কাটা ঘরে এক্কা-দোক্কা খেলা হোল না আর
রেশমী সুতোয় পুতুল খেলা পরে রইলো
বিকেলের বারান্দায়,
সৌখিন চার জমিনের ঘুরিটা গোত্তা খেয়ে
পড়ে গেল মাটির উপরে,
আর উড়তে পারল না, – অতঃপর।