কবিতায় দীপ্তিপ্রকাশ দে

কথা
আমার কথাটি থেকে কথা কেড়ে কেউ
দূর জলে নেমে গেল, আমি তার ঢেউ
মুঠোর মধ্যে ধরে উবু হয়ে বসে
কথা লিখে রেখে যাই কথার সাহসে।
যে-কথায় শৈশব কেঁদে ওঠে জোরে
ছেলেবেলা ফিরে আসে ঘুমের ভেতরে
হঠাৎ ফুরিয়ে যায় চিঠি লেখা খাতা
কথা এসে হাঁক দেয়-যাবে কলকাতা?
সে-কথা রাখার দায় মাথা পেতে নিয়ে
কথারাই লেখে কথা আমাকে ডিঙিয়ে।
যে-কথায় ঝুপ করে মেঘ নেমে আসে
ফুল হয়ে ফোটে ভুল আকাশে আকাশে
মাঠ এসে ডেকে যায় – ‘খেলবি তো চল’
হেরে যাই বারবার, তবুও সফল
পুরনো কথার নুড়ি কথা দিয়ে ঘসে
কথা লিখে রেখে যাই কথার সাহসে…