ক্যাফে কাব্যে দেব চক্রবর্তী

ঈশ্বরের সন্তান
ভালোবাসার জন্য হাজার মাইল
পেরোতে পারি-
ভালোবাসার জন্য বাতাসহীন
দূর আলোকবর্ষকে
কাছে টেনে নিতে পারি।
ভালোবাসার জন্য দুর্গম আরাকানের হিংস্র পশুর সাথে
লড়াই করতেও কুণ্ঠিত নই।
ভালোবাসার জন্য হাসিমুখে
ঝাঁপ দিতে পারি কৃষ্ণসাগরের তুফানে।
কোনও রকম মৃত্যুতেই দ্বিধা নেই আমার ;
তোমরা আমাকে হনন করো।
কেননা
প্রেম বাঁচিয়েছি অন্ধ প্রেমিকার।
ভালোবাসার জন্য তাঁদের পার করেছি এই দানব জঙ্গল।
ভালোবাসার জন্য ছেড়ে দিয়েছি পরমান্ন।
এই আমি ঈশ্বরের সন্তান-
তোমরা আমাকে হনন করো, হনন করো।
এসো, মহামুক্তির স্বাদ এনে দাও॥