T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় দেবাশীষ চক্রবর্তী

সারদা অর্চনা
ছাত্রছাত্রীর বুদ্ধি অতি
পুজো করে সরস্বতী;
ভরসা তারা রাখে।
শুদ্ধ হতে সাত সকালে
গা ও মাথায় জলও ঢালে,
কেবল কাঁপতে থাকে।
পাঞ্জাবি বা হলুদ শাড়ি,
সাজগোজেও যত্ন ভারি,
ঘুরবে দলে দলে।
অঞ্জলি দেয় ভক্তি ভরে
ভালবেসে প্রণাম করে,
মনের কথা বলে।
খিচুড়ি আর আলুরদমে
দুপুরে ভোগ দারুণ জমে,
হরেক মজা চলে।
মা সারদা বিরূপ না হয়,
সবার মনে থাকে এ ভয়;
মাকে খুুশি রাখে।
দুরন্তরা পুুজোর ছুতোয়
মাঞ্জা দিয়ে ইচ্ছে-সুতোয়,
সুখেই উড়তে থাকে।