কবিতায় দিশা চট্টোপাধ্যায়

অপহ্নবে
আকাশ চুম্বি বৃক্ষটির গায়ে
জড়িয়ে রেখে আসি লতাগাছ।
গাছের পাতায় পাতায় জমে ছিল রাত্রির গন্ধ!
যে ভাবে,বন্ধ জানালার কাঁচে লেগে থাকে চাঁদ।
ওরা বড়ো বেশি জড়িয়ে গেছে পারস্পরিক
লতায় পাতায় সম্পর্কের শিকড়ে।
একদিন কলরব উঠে
আছন্ন করে তোলে ঘর-গেরস্থালি
তারপর, পারস্পরিক শব্দগুলো মুছে
পড়ে থাকে সম্পর্কের মৃতদেহ…
কোথাও আর যাবার নেই।
চুপ করে থাকি।
একা নীরবে দাড়িয়ে দেখেছি –
দীঘির জলে কালো ছায়া!
কেবলই স্মৃতি,কেবলই অপেক্ষা,
দূর অপহ্নবের।