পারি নি কোনও জন্ম দিতে
অভাগা দূরছাই
মগজ , কলম পর হয়েছে
আগুন ছোটে না তাই
ঘর-বান্ধব সব গিয়েছে
বাণের জলে ভেসে
এরপরে কি ভাসতে পারি
জোয়ার জলে হেসে !
কাল ছিলো যা স্বপ্ন আমার
‘কালের ঘরে শনি’
আমি এখন ভবঘুরে
দুঃখ- রাজার খনি
সকাল-সন্ধ্যা ব্যথায় কাতর
ব্যথা তো সব কেনা
যতই আমি চোখ মেলে রই
সুখ দেবে কোন চেনা !
২| পৌষালী মেঘ
আজকাল বড় অস্থির লাগে
অস্থির এ সময়
পৌষের দেখা নেই কতদিন
খুব মনে পড়ে
মনে পড়ে তুমুল সাহিত্য
আলোচনা
আর পরম জ্যোৎস্নার ঘ্রাণ ।
পৌষালী মেঘ ঢেকে দিয়েছে
আমার সবকিছু,
ভাসিয়ে দিয়েছে নবান্নের
সকাল
বুড়ি চাঁদ আর
সর্ষে খেতের হলুদ বৈরাগ্য ।
এ পৌষ আমার চেনা নয়
সব কেমন গুলিয়ে যাচ্ছে।
সত্যিই বড় অস্থির লাগে আজকাল।