কবিতায় ধীরেন্দ্রনাথ চৌধুরী

স্বাধীনতা
কি হবে আমার এই স্বাধীনতা নিয়ে,
এ স্বাধীনতায় পুড়ছে গৃহের বধু….
এ স্বাধীনতায় মূল্য গেছে বিকিয়ে,
বেগুন হয়েছে হাই-ব্রীডের এক কদূ।
এ স্বাধীনতায় পতাকার রঙ ফিকে,
চারিদিকে তবু ঝান্ডার প্রতি প্রীতি….
স্বাধীনতার আজ চেহারাটা লিকলিকে,
ঘাসেতেও আজ ঢুকে গেছে রাজনীতি।
এ স্বাধীনতায় দূর্নীতি, মস্তানি,
কথায় কথায় এখানে ওখানে লাশ….
গরীবের ঘরে প্রোমোটার-আমদানি,
বেআইনিভাবে করছে জমিকে গ্রাস।
এ স্বাধীনতায় লক্ষ মানুষ বেকার,
অঙ্গুলি হেলনে কল-কারখানা বন্ধ…..
তবু স্বাধীনতা? তবুও আছে কি শেখার?
দু-চোখ থেকেও, সবাই আমরা অন্ধ।
স্বাধীনতা, তবু ফি-বছর ফিরে আসে,
পরাধীনতার পোষাকে তোমাকে চুমি….
মিথ্যে ভুলেছি কত কিছু আশ্বাসে,
এ দেশ আমার? এ দেশ বধ্যভূমি?
স্বাধীনতা শোনো, চুপিচুপি যাই বলে,
ডাকছে তোমাকে হাত নেড়ে “বুক গিনেস”….
বিশ্ব দেখবে, ওখানেতে যাও চলে,
এখানেতে নেই “বিনয় – বাদল – দিনেশ!”