কবিতায় বলরুমে দীপশিখা চক্রবর্তী

অসময়ী বুনন
স্বপ্ন!
আজকাল চোখ বুজে আসলেই কতরকমের স্বপ্ন আসে, কখনো হারিয়ে ফেলার, কখনো হারিয়ে যাওয়ার! চমকে উঠি, থতমত হয়ে যাওয়া আমি বুঝি সবটাই এক ভুল। আসলে এই দুইয়ের মাঝে রয়েছে এক সুক্ষ্ম সুতোর ভার, কিন্তু অদ্ভুত মজবুত। যতই চেষ্টা করি, ততই ফেঁসে যাই এর প্রত্যেকটা গাঁটে।
হঠাৎ বয়সের অভিজ্ঞতায় ছিঁড়ে যায় এই সুতো, হারিয়ে যেতে থাকি গভীরতম এক খাদে! চোখের সামনে ভাগ হয়ে যায় হারিয়ে যাওয়া আর হারিয়ে ফেলার পার্থক্য। হারিয়ে ফেলা জিনিসগুলো এক নিমেষেই বদলে যায় নতুনের সম্পূর্ণতায়! আর হারিয়ে যাওয়া কিছুই আর ফিরে আসে না, ফিরে ফিরেও আসে না। তারা শেখায়, জীবনের হারিয়ে যাওয়া কিছুর ওপর চাহিদা থাকতে নেই।
যতবার চমকে উঠি, ঘুম ভেঙে যায়, বুঝি এও এক স্বপ্ন! এভাবেই স্বপ্ন জীবন লিখতে শেখায়।
প্রত্যেকটা চমকে ওঠা লেখে সময়ের ইতিবৃত্ত।